বঙ্গবভ‌নের সাম‌নে উৎসুক জনতার ভিড়

বঙ্গবভ‌নের সাম‌নে উৎসুক জনতার ভিড়

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠা‌ন দেখ‌তে বঙ্গবভ‌নের সাম‌নে ভিড় কর‌ছেন উৎসুক জনতা। উৎসুক জনতার ভিড় সামলা‌তে বেশ বেগ পে‌তে হ‌চ্ছে সেনা সদস্যদের।

বৃহস্প‌তিবার (৮ আগস্ট ) বিকেল থে‌কে বঙ্গবভ‌নের সাম‌নে উৎসুক জনতার ভিড় নাম‌তে শুরু ক‌রে।

দেখা গে‌ছে, বিকেল থে‌কে বঙ্গবভ‌নের সাম‌নে উৎসুক জনতা আস‌তে থা‌কেন। মাগরিবের আযা‌নের পর থে‌কে বঙ্গবভ‌নের সাম‌নে মানু‌ষের আনা‌গোনা বাড়‌তে থা‌কে। 

উৎসুক জনতার কার‌ণে আমন্ত্রিত অতিথিদের গা‌ড়ি বঙ্গবভনে প্রবেশ করতে সময় লাগে বেশি।

 

সোলায়মান ভূইয়া না‌মে এক ব্যবসায়ী ব‌লেন, ড. ইউনূস আমা‌দের আইডল। তাকে সম্মান জানা‌তে এখা‌নে এসেছি। সবার সহ‌যো‌গিতা থাক‌লে নতুন সরকার ভা‌লো কর‌বে। 

বিএন‌পি সমর্থীত এক কর্মী মো. না‌সির ব‌লেন, আমা‌দের নেত্রী অ‌নেক দির পর মুক্ত হ‌য়ে‌ছেন। স্বৈরাচা‌রের বিদায় হ‌য়ে‌ছে। নির্বাচন হ‌লে বিএন‌পি ক্ষমতায় যা‌বে।

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃ‌ত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হ‌তে যা‌চ্ছে। রাত ৯টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন। প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১৭ জন। সরকারের প্রধান হিসেবে আজ শপথ নেবেন ড. ইউনূস। 

উ‌ল্লেখ‌্য, ফ্রান্সের প্যারিস থেকে বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস।

এনআই/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *