মাসে একদিন সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি

মাসে একদিন সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি

মাসে অন্তত একদিন সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি মার্শাল আর্ট ফাউন্ডেশন এবং পল্লীমা গ্রিন নামক দুটি সংগঠন।

মাসে অন্তত একদিন সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি মার্শাল আর্ট ফাউন্ডেশন এবং পল্লীমা গ্রিন নামক দুটি সংগঠন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) খিলগাঁও এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি থেকে ‘মাসে অন্তত একবার, দেশটা করি পরিষ্কার’ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে মুষ্টিমেয় কিছু পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সত্যিই কঠিন। পরিচ্ছন্ন দেশ গঠনে সব নাগরিকের অংশগ্রহণ জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রতি মাসে অন্তত একদিন নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সরকারি নির্দেশনা দিলে অল্প দিনের মধ্যেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব।

মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ বলেন, উন্নত দেশে রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব কর্তব্যবোধ থেকে উন্নত মানসিকতার পরিচয় পাওয়া যায়। টেকসই উন্নয়নে দেশের প্রতি গণমানুষের দায়বদ্ধতা তৈরি করা জরুরি। বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় পিছিয়ে পড়া আমাদের রাজধানী শহর ঢাকাসহ সারাদেশের পরিবেশগত একটি আমূল পরিবর্তন আনতে প্রতিমাসে অন্তত একবার দেশটা সবাই মিলে পরিষ্কার করার জন্য সরকারি নির্দেশনা দেওয়া জরুরি হয়েছে পড়েছে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পল্লীমা গ্রহণের সদস্য সচিব কাজী ইসমাইল, সাবেক কারাতে কোচ মো. সারোয়ার হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কারাতে কোচ মো. ফজর আলি ফয়েজ, পল্লীমা সংসদের সহ-সম্পাদক শেখ মো. নোমান রানা, মার্শাল আর্ট শিক্ষার্থীদের প্রতিনিধি আহমেদ হাসিনুজ্জামন প্রমুখ।

এএসএস/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *