বিশ্ব ফার্মাসিস্ট দিবসে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজন

বিশ্ব ফার্মাসিস্ট দিবসে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজন

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষ্যে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষ্যে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

বক্তারা স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন। তারা ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অব্যাহত শিক্ষা এবং উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া, ফার্মাসিস্টদের জন্য হাসপাতাল, ক্লিনিক্যাল এবং কমিউনিটি সেটিংসহ সব ক্ষেত্রে বিশেষ করে খাদ্য এবং প্রসাধনী শিল্পে ক্যারিয়ারের সুযোগগুলো নিয়েও নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর তানবীর আশরাফ, টেকনিক্যাল অ্যাডভাইজর-কিউএ/কিউসি, ইউএসএআইডির প্রোমোটিং দ্য কোয়ালিটি অব মেডিসিনস প্লাস (পিকিউএম+) প্রোগ্রাম, ইউএস ফার্মাকোপিয়াল কনভেনশন (ইউএসপি) এবং অধ্যাপক ড. হাসনাত এম আলমগীর, ডিরেক্টর, সিপিডিএস এবং সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের অধ্যাপকসহ অন্যান্য কর্মকর্তারা এ অনুষ্ঠানে যোগদান করেন।

কেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *