চবি শিক্ষার্থীদের হল থেকে জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশ

চবি শিক্ষার্থীদের হল থেকে জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে তারা এ জিনিসপত্র নিতে পারবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে তারা এ জিনিসপত্র নিতে পারবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের আবাসিক ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হল/হোস্টেলে তাদের স্ব স্ব নামে বরাদ্দ করা কক্ষ থেকে/সর্বশেষ অবস্থানকৃত কক্ষ থেকে তাদের নিজেদের সমুদয় জিনিসপত্র নিম্নোক্ত শর্তে ২৬.৯.২০২৪ হতে ২৯.৯.২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও শনিবারসহ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়ে যেতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিনিসপত্র নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত আইডি কার্ড এবং আসন বরাদ্দপত্র/caution money receipt হল/হোস্টেল প্রশাসনকে দেখাতে হবে। নিজের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া জিনিসের তালিকা হল/হোস্টেল প্রশাসনকে জমা দিতে হবে। এছাড়া উপরোল্লিখিত তারিখের মধ্যে কোনো ছাত্র/ছাত্রী তার জিনিসপত্র নিতে ব্যর্থ হলে এবং এ পরিপ্রেক্ষিতে কারো কিছু হারিয়ে গেলে কিংবা কোনোরূপ ক্ষতি সাধিত হলে এটির জন্য হল/হোস্টেল কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। কোনো প্রতিনিধির কাছে কারো জিনিস হস্তান্তর করা হবে না।

আতিকুর রহমান/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *