রুহুল আমিন গাজীর মৃত্যুতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের শোক

রুহুল আমিন গাজীর মৃত্যুতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (বিএফইউজে) রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (বিএফইউজে) রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

মঙ্গলবার রাতে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় এসআরএফ নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, বিএফইউজে সভাপতি রুহুল আমীন গাজী সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে ও যেকোন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছেন। দেশের মানুষ ও সাংবাদিক সমাজ তার অবদান সারাজীবন মনে রাখবে।

এর আগে, মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুহুল আমিন গাজী। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম।

রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী ও মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরী।

এমএইচডি/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *