‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত আটক, যা বললেন তারকারা 

‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত আটক, যা বললেন তারকারা 

বাংলাদেশের আইনে নিষিদ্ধ ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে বিতর্কিত নাটক ‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত মজুমদার রিংকু। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। এ ঘটনার প্রকাশ্যে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারকা মহলের অনেকেই। 

বাংলাদেশের আইনে নিষিদ্ধ ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে বিতর্কিত নাটক ‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত মজুমদার রিংকু। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। এ ঘটনার প্রকাশ্যে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারকা মহলের অনেকেই। 

সেই তালিকায় রয়েছেন পরিচালক, চিত্রনাট্য দীপংকর দীপন। তিনি পোস্ট দিয়ে লিখেছেন, তরুণ নাট্য নির্মাতা নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক। এই মধ্যরাতে তার আটকের খবরটা জানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না কিন্তু রাত সাড়ে বারোটার দিকে ফোনটা আসে। আটক করা হয়েছে রিংকুকে।’

আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘এখন আছে গুলশান থানায়। কেন কি কারণে আটক জানা যায়নি। একজন নির্মাতা কে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানাই। শিল্পী কলাকুশলীসহ সবার বিপদে সবার আগে এগিয়ে আসা এই নির্মাতার এখনই মুক্তি চাই। যার নতুন নাটক আর গল্পের খবর জানানোর কথা তার হাতকড়া পড়ার খবর জানানোর জন্য দুঃখিত।আমরা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।’

এদিকে রিংকুর আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’

বাংলাদেশের আইনে নিষিদ্ধ ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে বিতর্কিত নাটক ‘রূপান্তর’

এ অভিনেতার ভাষ্য, ‘নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।’

পোস্টের শেষে বলেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’

পরিচালক কামরুল ইসলাম শুভ তার ফেসবুকে আইডিতে রিংকুর মুক্তি দাবি করে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করে জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’

গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বিষয়টি জানিয়েছেন। তবে কী অভিযোগে রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

থানা সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন রাফাত মজুমদার রিংকু। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেও তাকে গ্রেপ্তার করা হতে পারে।

এমআইকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *