পুরোনো চেহারায় ফিরছে রাঙামাটি

পুরোনো চেহারায় ফিরছে রাঙামাটি

আতঙ্ক কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক পার্বত্য জেলা রাঙামাটি। সড়কে বেড়েছে যান চলাচল, খুলেছে দোকানপাট, শপিংমল। বাজারগুলোতেও বেড়েছে মানুষের উপস্থিতি। 

আতঙ্ক কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক পার্বত্য জেলা রাঙামাটি। সড়কে বেড়েছে যান চলাচল, খুলেছে দোকানপাট, শপিংমল। বাজারগুলোতেও বেড়েছে মানুষের উপস্থিতি। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে ভিড় লক্ষ্য করা গেছে শহরের সবচেয়ে বড় বাজার বনরুপা বাজারে। বিক্রেতারা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন, ভিড় আছে ক্রেতাদেরও। 

বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ সোমবার রাত ১২টায় শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে রাঙামাটি-খাগড়াছড়ি ও রাঙামাটি-বান্দরবান সড়কে বাস চলাচল শুরু হয়েছে। পাশাপাশি জেলা সদর থেকে ৬টি উপজেলায় নৌপথে চলাচল শুরু করেছে লঞ্চ।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, আমরা রাঙামাটিকে আবারো আগের অবস্থায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। রাঙামাটি এখন অনেকটাই স্বাভাবিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির যৌথ টিমের টহল চলমান থাকবে। 

এদিকে, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটক মঙ্গলবার সকাল ৮টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন।

মিশু মল্লিক/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *