দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রজব গ্রেপ্তার

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রজব গ্রেপ্তার

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার আসামি দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজবকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার আসামি দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজবকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শহরের সুজালপুর এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু ইবনে রজব দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি। দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের পরে তিনি বীরগঞ্জ শহরের সুজালপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। 

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে নিহতের ঘটনায় গত ১৯ আগস্ট দিনাজপুর কতোয়ালী থানায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। আবু ইবনে রজব সেই মামলার এজাহারভুক্ত নয় নম্বর আসামি। 

র‌্যাব-১৩ সিপিসি-১ কোম্পানি অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামি আবু ইবনে রজব ৫ আগস্টের পরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দিনাজপুরের বীরগঞ্জ শহরের সুজালপুর এলাকায় রফিক আহমেদ নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

ইমরান আলী সোহাগ/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *