বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না ঘোষণা দিয়েছেন। এরপর থেকে আলোচনা কে বসছেন দেশের ফুটবলের সর্বোচ্চ চেয়ারের পদে। বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল ও সাইফ স্পোর্টিং ক্লাবের সাবেক চেয়ারম্যান তরফদার রুহুল আমিনের নামই বেশি ছিল আলোচনায়।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না ঘোষণা দিয়েছেন। এরপর থেকে আলোচনা কে বসছেন দেশের ফুটবলের সর্বোচ্চ চেয়ারের পদে। বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল ও সাইফ স্পোর্টিং ক্লাবের সাবেক চেয়ারম্যান তরফদার রুহুল আমিনের নামই বেশি ছিল আলোচনায়।
গত সপ্তাহে ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন বাফুফে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এর পর থেকেই ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা তাবিথ আউয়াল কবে ঘোষণা দিচ্ছেন নাকি নির্বাচন করছেন না? সেই জল্পনার অবসান ঘটছে। আগামীকাল বিকেলে রাজধানীর এক হোটেলে তাবিথ আউয়াল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। তাবিথ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন। ২০২০ সালের নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে মহিউদ্দিন আহমেদ মহীর সঙ্গে সমান ভোট পেয়েছিলেন। পুনঃ নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন।
২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। বাফুফে সভাপতি কে হচ্ছেন এ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ অনেক। আগামীকালের সম্মেলনে তাবিথ বাফুফে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করতে পারেন। এরপর বাফুফে নির্বাচন নতুন মোড়/মেরুকরণ নিতে পারে।
এজেড/এইচজেএস