ঢেউটিন বিতরণের পর আত্মগোপনে চলে যান আ স ম ফিরোজ 

ঢেউটিন বিতরণের পর আত্মগোপনে চলে যান আ স ম ফিরোজ 

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আ স ম ফিরোজ।  

তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সোমবার দুপুরের পর আ স ম ফিরোজ স্পিড বোটে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে ভোলা জেলার নাজিরপুর দিয়ে লালমোহন চলে যান। সেখান থেকে হেলিকপ্টার যোগে নিরাপদ গন্তব্যে চলে যা তিনি। 

তবে অপর একটি সূত্র জানায়, ঘটনার দিন আ স ম ফিরোজ তার গ্রামের বাড়ি কালাইয়ার ইউনিয়নে অবস্থান করেন এবং সন্ধ্যার দিকে বিকল্প পথে তিনি ঢাকার গুলশানের বাসভবনে পৌঁছান। 

আ স ম ফিরোজ ৪ আগস্ট বেলা ১১টার দিকে রেমালে ক্ষতিগ্রস্ত ২৮৮ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন। দুপুর ১টার দিকে ইউএনও’র কার্যালয়ে আপ্যায়ন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে নেতাকর্মীদের সাথে  সাক্ষাৎ করেন তিনি। 

শুধু আ স ম ফিরোজ নয়, বাউফল উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের কয়েকশ শীর্ষ নেতা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।

আরিফুল ইসলাম সাগর/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *