মদ্যপ অবস্থায় গাড়ি, জরিমানা গুনছেন টিম্বারলেক

মদ্যপ অবস্থায় গাড়ি, জরিমানা গুনছেন টিম্বারলেক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হ্যাম্পটনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছিল মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেককে। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়। এরপর আদালত তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হ্যাম্পটনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছিল মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেককে। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়। এরপর আদালত তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেন।

জানা গেছে, মদ্যপ অবস্থায় পুলিশের সিগন্যাল অমান্য করে ভুল লেনে গাড়ি চালিয়েছিলেন জাস্টিন টিম্বারলেক। শুক্রবার মার্কিন আদালতে তার এই অপরাধ প্রমাণিত হলে দোষী সাব্যস্ত করে বিচার বিভাগ। ১০ বারের গ্র্যামিজয়ী এ তারকাকে করা হয়য় মোটা অঙ্কের জরিমানা। নিউইয়র্কের সাগ হারবার ভিলেজ বিচারপতি কার্ল ইরে টিম্বারলেককে ৫০০ ডলার জরিমানা করেন। এ ছাড়াও সারচার্জ হিসেবে গায়ককে পরিশোধ করতে হবে আরও ২৬০ ডলার। শুধু তাই নয়, ২৫ ঘণ্টার জন্য যেকোনো সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে এই শিল্পীকে।

এ শাস্তি মেনে নিয়ে আদালত থেকে বের হয়ে সংবাদমাধ্যমে কথা বলেন টিম্বারলেক। অপরাধ স্বীকার করে এই গায়ক বলেন, ‘আমার ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু আমি আশা করছি যে এই মুহূর্তে যাঁরা আমাকে দেখছেন এবং শুনছেন তারা এই ভুল থেকে শিক্ষা নেবেন। যদি মদ্যপ অবস্থায় থাকেন, তাহলে গাড়ির স্টিয়ারিংয়ে বসা উচিত নয়। এমন পরিস্থিতিতে আরও অসংখ্য পথ আছে, একজন বন্ধুকে কল করতে পারেন অথবা উবার নেওয়া যেতে পারে।’

এর আগে গত ১৮ জুন মধ্যরাতে এক হোটেল থেকে বেরিয়ে পুলিশের সিগন্যাল অমান্য করে ভুল লেনে গাড়ি চালাচ্ছিলেন টিম্বারলেক। পথিমধ্যে তার বিএমডব্লিউ আটকে দেয় পুলিশ। এ ঘটনার পরই টিম্বারলেকের নিউইয়র্কের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়।

সূত্র : নিউইয়র্ক টাইমস

ডিএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *