যাত্রাবাড়ী থানার সামনে ৩ মরদেহ, হাতে হাতকড়া

যাত্রাবাড়ী থানার সামনে ৩ মরদেহ, হাতে হাতকড়া

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে অজ্ঞাত তিনজনের লাশ পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর মধ্যে দুইজনের মরদেহে পুলিশের পোশাক এবং আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখা গেছে বলেও জানা গেছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে অজ্ঞাত তিনজনের লাশ পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর মধ্যে দুইজনের মরদেহে পুলিশের পোশাক এবং আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখা গেছে বলেও জানা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে লাশগুলো যাত্রাবাড়ী থানার সামনে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, যাত্রাবাড়ী থানার সামনে অন্তত সাত থেকে আটটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী মানুষ এসব পোড়া গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যাচ্ছে।

রফিকুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল দুপুরে আন্দোলনকারীরা যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। এতে নিহত হন অনেকে। 

এরপর একপর্যায়ে গতকাল দুপুরের পর বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তারা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন। আজ সকালে থানার সামনে এই পরিস্থিতি দেখা যায়।

প্রসঙ্গত, গতকাল সোমবার দিনভর পুলিশ সদর দপ্তরসহ রাজধানী ঢাকার ১৩টি এবং ঢাকার বাইরে সাতটি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া, সাতক্ষীরা ও শেরপুর জেলা কারাগারে হামলা চালানো হয়। তবে, এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

টিআই/কেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *