বাংলাদেশের ওষুধ ও আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী নেদারল্যান্ডস

বাংলাদেশের ওষুধ ও আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আইসিটি ও ফার্মাসিউটিক্যাল খাতের বিভিন্ন পণ্যের ক্রমবর্ধমান সম্ভাবনা কাজে লাগিয়ে সুফল পেতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

নেদারল্যান্ডস অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আইসিটি ও ফার্মাসিউটিক্যাল খাতের বিভিন্ন পণ্যের ক্রমবর্ধমান সম্ভাবনা কাজে লাগিয়ে সুফল পেতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে তারা রপ্তানি, আমদানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আদিলুর রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। ১৯৯৪ সালের ১ নভেম্বর বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ এবং সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়া সম্ভব। 

ইরমা ভ্যান ডুরেন বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক পণ্যের অন্যতম প্রধান ইউরোপীয় আমদানিকারক।

তিনি বলেন, ২০২৩ সালে নেদারল্যান্ডে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ তার তৈরি পোশাকের প্রায় ৬২ শতাংশ নেদারল্যান্ডসে রপ্তানি করে। নেদারল্যান্ডস ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে স্থান করে নিয়েছে। 

তিনি বলেন, ২০২৩ সালে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির মোট মূল্য ছিল প্রায় ১৫.৮৭ বিলিয়ন মার্কিন ডলার। এখন, বাংলাদেশকে উন্নত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ পোশাক ব্যবসার জন্য সম্ভাব্য আঞ্চলিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা যেতে পারে। 

এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *