লন্ডনে বঙ্গবীর ওসমানীর স্মরণে সভা

লন্ডনে বঙ্গবীর ওসমানীর স্মরণে সভা

বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হলে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হলে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ ও বীর মুক্তিযোদ্ধা আমির খান।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি শেখ মো. মফিজুর রহমান, ট্রেজারার সৈয়দ সুহেল আহমদ, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার আব্দুস শহীদ, সাইফুল ইসলাম খান, সাংবাদিক রহমত আলী, কমিউনিটি নেতা মাস্টার মুজিবুর রহমান, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী শাহ এম এ মুনিম, সাবেক কাউন্সিলার ওয়েছুল ইসলাম, আমীর উদ্দিন আহমদ মাস্টার, জিল্লুল হক ও মইনুল ইসলাম খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেনারেল ওসমানী রণাঙ্গনে সঠিক নেতৃত্ব না দিলে বাংলাদেশ নয় মাসে স্বাধীন হতো না। তিনি ছিলেন সংসদীয় গণতন্ত্রের প্রাণ পুরুষ, একজন সৎ রাজনীতিবিদ, সময়ের প্রতি নিষ্ঠাবান ও ধর্ম পরায়ণ একজন সমরনায়ক, তিনি বঙ্গবীর।

সভায় ওসমানীকে মরণোত্তর ফিল্ড মার্শাল খেতাব প্রদান, জন্ম ও মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, সব শ্রেণির পাঠ্যপুস্তকে বঙ্গবীর ওসমানীর জীবনী লিপিবদ্ধকরণ, ওসমানী মিলিটারি একাডেমি বা ওসমানী ক্যান্টনমেন্ট স্থাপন, ওসমানী বিমানবন্দরে সব এয়ারলাইন্সের সার্ভিস চালু করার দাবি জানানো হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *