বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হারের কারণ ব্যাখ্যা করলেন রশিদ

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হারের কারণ ব্যাখ্যা করলেন রশিদ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। ঘরের মাঠে স্বাগতিকদের এমন ভরাডুবিতে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার মতে দলের এই ব্যর্থতার দায়ভার  পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতি নির্ধারকদেরও নিতে হবে। 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। ঘরের মাঠে স্বাগতিকদের এমন ভরাডুবিতে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার মতে দলের এই ব্যর্থতার দায়ভার  পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতি নির্ধারকদেরও নিতে হবে। 

গত চার বছরে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রমিজ রাজা, নাজাম শেঠি, জাকা আশরাফ এবং মহসিন নাকভি (বর্তমান চেয়ারম্যান)। পাকিস্তান জাতীয় দলের এই ব্যর্থতার দায়ভার তাদের সবাইকেই দিচ্ছেন রশিদ লতিফ।

রশিদের মূল ক্ষোভ বাবর আজমকে টেস্ট অধিনায়কত্ব থেকে বাদ দেয়া নিয়ে। তিনি মনে করেন এই কারণে পাকিস্তান দলে বিভাজন সৃষ্টি হয়েছে। এ ছাড়া নতুন টেস্ট দলপতি শান মাসুদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

রশিদ বলেন, ‘গত চার বছর যে-ই পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান হয়েছে, সে-ই এটা নষ্ট করেছে। শান মাসুদকে টেস্ট অধিনায়ক কে বানিয়েছে? বাবর আজমকে কে বাদ দিয়েছে? দল বানানো কার কাজ? জাকা আশরাফের? নাকি মিসবাহ’র?’

‘আশরাফ যখন সবকিছু করছিল, দল সাজাচ্ছিল বা অধিনায়ক বানাচ্ছিল? আপনি জোর দিয়ে বাবরকে অবসর নেয়ালেন। সেখান থেকেই দলের পতন শুরু হয়েছে। শানকে আপনিই অধিনায়ক বানিয়েছেন আপনার লাভের জন্য, দলে বিভাজন সৃষ্টি হয়েছে। পুরো ক্ষমতাই একজন চেয়ারম্যানের কাছে, যে কিনা ক্রিকেট নিয়ে কিছুই জানে না।’-যোগ করেন তিনি।

এইচজেএস 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *