নতুন শঙ্কা নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

নতুন শঙ্কা নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জয়ের ধারা অব্যাহত রেখে গত জুলাইয়ে কোপা আমেরিকায় শিরোপা উৎসব করেছিল আর্জেন্টিনা। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফেরার পথেই বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলাররা বিতর্কে জড়ান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে বর্ণবাদী গান গাইতে দেখা যায় এনজো ফার্নান্দেজদের। যে কারণে কনমেবল ও ফিফার কড়া সতর্কতায় রয়েছে আলবিসেলেস্তেরা। মাঠে নামার আগে বিষয়টি তাদের মাথায় রাখতে হচ্ছে।

জয়ের ধারা অব্যাহত রেখে গত জুলাইয়ে কোপা আমেরিকায় শিরোপা উৎসব করেছিল আর্জেন্টিনা। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফেরার পথেই বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলাররা বিতর্কে জড়ান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে বর্ণবাদী গান গাইতে দেখা যায় এনজো ফার্নান্দেজদের। যে কারণে কনমেবল ও ফিফার কড়া সতর্কতায় রয়েছে আলবিসেলেস্তেরা। মাঠে নামার আগে বিষয়টি তাদের মাথায় রাখতে হচ্ছে।

আগামী শুক্রবার (৬ জুলাই) ভোরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ চিলি। সেই ম্যাচের আগে দর্শকদের আচরণে সংযত হতে বিশেষ বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)। কারণ নতুন করে কোনো বর্ণবাদী বিতর্কে জড়ালে দেশটিকে নির্দিষ্ট মেয়াদে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে।

সামাজিক মাধ্যমে এক বার্তায় এএফএ জানিয়েছে, ‘যদি কোনো ধরনের আপত্তিকর অথবা বৈষম্যপূর্ণ স্লোগান দেওয়া হয়, তাহলে ঘরের মাঠে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে দর্শক উপস্থিতি কমানোর শাস্তি দেবে ফিফা।’ ঘরের মাঠে এর পরের ম্যাচ বুয়েন্স আয়ার্সে বলিভিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচেই নিষেধাজ্ঞার শঙ্কা থাকে, যদি দর্শকরা বর্ণবাদী গান বা স্লোগান দেন। তার আগে অবশ্য চিলির বিপক্ষে তাদের ম্যাচটি হবে রিভারপ্লেটের মাস মনুমেন্তাল স্টেডিয়ামে।

এর আগে এনজো ফার্নান্দেজের ভিডিওটি ছড়িয়ে পড়লে ফিফার কাছে আর্জেন্টিনা দলের নামে বর্ণবাদী আচরণের অভিযোগ জানায় ফরাসি ফুটবল ফেডারেশন। সেখানে গাওয়া গানটির কথা ছিল এরকম– ‘আফ্রিকান বিভিন্ন দেশ থেকে এসে তারা ফ্রান্সের পাসপোর্ট নিচ্ছে।’ ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পর কিলিয়ান এমবাপেকে নিয়ে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। খেলোয়াড়রাও সেটাই গাইলেন কোপায় চ্যাম্পিয়ন হয়ে। পরে বিতর্ক তৈরি হওয়ার পর সেই ভিডিও সরিয়ে নিয়ে ক্ষমা চান এনজো।

তবে ঠিকই আর্জেন্টিনার সমর্থকরা দেশের বিভিন্ন ফুটবল ম্যাচে সেই গানটি গাওয়ার অভিযোগ রয়েছে। সে কারণে আসন্ন আর্জেন্টিনা-চিলি ম্যাচের আগমুহূর্তে দর্শকদের জন্য ফেডারেশনের পক্ষ থেকে এলো সতর্কবার্তা। এএফএ’র ভিডিওতে উল্লেখ করা হয়েছে, ‘কাউকে উদ্দেশ্য করে বৈষম্যমূলক কথা বা হেয় করায় কোনো লাভ নেই, এটি বরং ক্ষতির কারণ।’

আর্জেন্টিনার ম্যাচ দিয়ে ফিফার আন্তর্জাতিক সেপ্টেম্বর উইন্ডো শুরু হতে যাচ্ছে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত লিওনেল স্কালোনির দল ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে। চিলির বিপক্ষে ম্যাচ শেষে আলবিসেলেস্তেরা কলম্বিয়ার বিপক্ষে খেলতে উড়াল দেবে দেশটিতে।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *