উত্তরায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

উত্তরায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা সড়কে জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। এছাড়া এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীদের এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। অবরোধের ফলে এই সড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তবে পুরো এলাকার কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। 

একদফা দাবিতে রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।

গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবারের বিক্ষোভ এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।

ওএফএ/এমএসএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *