আসছে ‘নজরুল’র বায়োপিক, স্ত্রী ‘প্রমিলা দেবী’র চরিত্রে কে থাকছেন?

আসছে ‘নজরুল’র বায়োপিক, স্ত্রী ‘প্রমিলা দেবী’র চরিত্রে কে থাকছেন?

কলকাতায় নির্মিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিটি পরিচালনা করছেন আবদুল আলিম। ছবিতে তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক, তার জীবনে ঘটে যাওয়া জানা-অজানা কথা। 

কলকাতায় নির্মিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিটি পরিচালনা করছেন আবদুল আলিম। ছবিতে তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক, তার জীবনে ঘটে যাওয়া জানা-অজানা কথা। 

ছবির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। নজরুলের শৈশব থেকে শেষজীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। এই ছবিতে নজরুলের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল নন্দ। তবে এবার জানা গেল, এই বায়োপিকে নজরুলের দ্বিতীয় স্ত্রী প্রমিলার দেবীর চরিত্রে দেখা যেতে পারে টালিউড অভিনেত্রী ইশা সাহাকে।

ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক আব্দুল আলিম। এই ছবির মাধ্যমেই পরিচালনায় আসছেন চলেছেন পরিচালক। জেবি প্রোডাকশনের ব্যানারে প্রযোজক জাহানারা বেগম শাহানাওয়াজ বিশ্বাস ও শাহবাজ বিশ্বাসের হাত ধরে আসছে বায়োপিকটি। এছাড়া চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন জয় সরকার।

নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশী অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে ছবিতে কবির দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে ইশা সাহাকে দেখা যেতে পারে বলে জানালেন পরিচালক। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক জানান, চিত্রনাট্য নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে অভিনেত্রীর সঙ্গে। চলতি বছরের শেষেই শুরু হবে ছবির শ্যুটিং।

এই বিষয়ে ইশা সাহা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমার সঙ্গে খুব প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে। চিত্রনাট্য পর্যন্ত শুনিনি। তাই এখনই কিছু চূড়ান্ত বলতে পারছিনা। এরকম অনেক কথাই রোজ হয়। তার মানেই যে প্রতিটা ছবি আমি করছি তেমনটা নয়।’

জানা গেছে, এ ছবিতে আরও অভিনয় করবেন শেরে বাংলার ফজলুল হকের ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর ভূমিকায় কাঞ্চনা মৈত্র। বাংলাদেশ থেকে আসবেন ফজলুর রহমান বাবু। তিনি অভিনয় করবেন আলি আকবর খানের ভূমিকায়।

আরও অভিনয় করবেন নলিনীকান্ত সরকার, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। আর এই বায়োপিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে নির্মাতারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে খবর।

ডিএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *