ঢাবিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘গণধিক্কার ও ভাঙ্গার গান’

ঢাবিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘গণধিক্কার ও ভাঙ্গার গান’

আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধভাবে নির্মাণ করা বাঁধ ভেঙে ফেলার দাবিতে এবং ইচ্ছেমতো বাঁধ খুলে দেওয়ার ফলে দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণধিক্কার ও ভাঙ্গার গান অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধভাবে নির্মাণ করা বাঁধ ভেঙে ফেলার দাবিতে এবং ইচ্ছেমতো বাঁধ খুলে দেওয়ার ফলে দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণধিক্কার ও ভাঙ্গার গান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ইনকিলাব মঞ্চে’র আয়োজনে এই প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগ্রাসন বিরোধী গান, কবিতাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। জনপ্রিয় র‍্যাপ গানের শিল্পী মাহমুদ হাসান তাবীবসহ জনপ্রিয় অনেক ব্যান্ড ও শিল্পীরা অনুষ্ঠানে গান, কবিতা পরিবেশন করেন। 

ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, আমরা ১৯৫২, ৬৯, ৭১ এবং সর্বশেষ ২৪ এর জুলাই মুভমেন্টের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের বিজয় ছিনিয়ে এনেছি। আমাদের বিজয় ছিনিয়ে আনতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, শাহাদাত বরণ করেছে আমরা তাদের কখনো ভুলবো না। ভারতীয় আগ্রাসনবিরোধী বাংলাদেশের প্রথম শহীদ আবরার ফাহাদের চেতনাকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

তারা বলেন, আমরা কারো দাসত্ব মেনে নেবো না। অনেক একাডেমিশিয়ান বলতে চান এই বন্যা প্রাকৃতিক। আমরা খুব শিগগিরই প্রেস ক্লাবে একটা সেমিনার করে একাডেমিকভাবেও তাদের প্রমাণ করে দেবো এই বন্যা রাজনৈতিক বন্যা। এই বন্যা ভারতের কারণেই হয়েছে। 

ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বলেন, এখনো একজন আমেরিকা এবং আরেকজন ভারত থেকে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। এই দেশের ছাত্র-জনতা কোনো ষড়যন্ত্রের কাছে কখনো মাথা নত করে না। আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে আবার সেগুলো ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করার মাধ্যমে অন্যদেশে সংকট সৃষ্টির অধিকার কারও নাই।

কেএইচ/পিএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *