ফোর্বসের এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকায় বাংলাদেশের দুটি

ফোর্বসের এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকায় বাংলাদেশের দুটি

‘ফোর্বস এশিয়াস ১০০ ওয়াচ লিস্ট ফর ২০২৪’-এ জায়গা করে নিয়েছে টাইগার নিউ এনার্জি এবং আইফার্মার নামের দুটি বাংলাদেশি স্টার্টআপ।

‘ফোর্বস এশিয়াস ১০০ ওয়াচ লিস্ট ফর ২০২৪’-এ জায়গা করে নিয়েছে টাইগার নিউ এনার্জি এবং আইফার্মার নামের দুটি বাংলাদেশি স্টার্টআপ।

টাইগার নিউ এনার্জি ইলেকট্রিক বাহনের জন্য ব্যাটারি অদল-বদল প্রযুক্তি সহায়তা প্রদান করে থাকে। অপরদিকে আইফার্মার কাজ করে কৃষিখাত নিয়ে।

এ বছর ফোর্বসের এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকায় জায়গা করে নিয়েছে ১৬টি দেশের ১০০টি কোম্পানি।

ফোর্বস জানিয়েছে, ১০টি আলাদা শিল্পে কাজ করা ১৬টি দেশের এই কোম্পানিগুলোর উদ্ভাবনী এবং বিকাশের শক্তিশালী রেকর্ড আছে। এসব কোম্পানি দুই বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আদায় করে নিতে সমর্থ হয়েছে।

টাইগার নিউ এনার্জি

টাইগার নিউ এনার্জি নামের এই কোম্পানিটি চালু হয় ২০২২ সালে। এটি বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি অদল-বদল নিয়ে কাজ করে। পুরো বাংলাদেশে তাদের একশটিরও বেশি স্টেশন রয়েছে। কোম্পানিটি সেবা দেয় তিন চাকা, গাড়ি এবং অন্যান্য বৈদ্যুতিক যানবাহনকে।

এই কোম্পানিটিতে বিভিন্ন সংস্থা বিনিয়োগ করেছে। যার মধ্যে ২০২৪ সালের জুনে এডিবি থেকে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ পায় তারা।

আইফার্মার

আইফার্মার একটি এগ্রিটেক কোম্পানি। এটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। তারা মাঠ পর্যায়ের কৃষকদের সরাসরি পাইকারী বিক্রেতাদের সঙ্গে যুক্ত করে দেয়। এছাড়া কৃষকদের বীজ, সার ও কীটনাশক সহায়তা করে থাকে। এই কোম্পানিটির ‘সফল’ নামের একটি অ্যাপ রয়েছে। যেটি এখন পর্যন্ত ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে। ২০২২ সালে তারা আইডিএলসি ভেঞ্চারের কাছ থেকে ২ দশমিক ১ মিলিয়ন ডলার বিনিয়োগ পায়।

এমটিআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *