বিএনপি নেতা শফি হত্যা : সাবেক এমপি আলমগীরের আগাম জামিন

বিএনপি নেতা শফি হত্যা : সাবেক এমপি আলমগীরের আগাম জামিন

কক্সবাজারের মহেশখালীতে বিএনপি নেতা শফিউল আলমকে হত্যা মামলায় আরেক বিএনপি নেতা সাবেক এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

কক্সবাজারের মহেশখালীতে বিএনপি নেতা শফিউল আলমকে হত্যা মামলায় আরেক বিএনপি নেতা সাবেক এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে কক্সবাজারের মহেশখালীতে বিএনপি নেতা শফিউল আলমকে হত্যার অভিযোগ এনে আরেক বিএনপি নেতা সাবেক এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। নিহত শফির বাবা কামাল পাশা বাদী হয়ে মহেশখালী থানায় মামলাটি করেন।

১৭ আগস্ট রাতে মামলাটি রেকর্ডের কথা উল্লেখ করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, মামলায় কক্সবাজার-২ আসনে বিএনপি থকে দুবারের সাবেক এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রধান আসামি করা হয়েছে। দুই নম্বর আসামি করা হয়েছে মহেশখালী উপজেলা যুবদল নেতা জাহেদুল হক নাহিদকে। এই মামলায় ২৫ জনকে আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিল শেষে রাতে বাড়ি ফেরার পথে শফিউল আলম শফির (৩৫) ওপর হামলা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট মারা যান।

শফিউল আলম শফি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের কুলালপাড়া এলাকার কামাল পাশার ছেলে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শফি উপজেলা বিএনপির দফতর সম্পাদকের দায়িত্বে ছিলেন। একইসঙ্গে উপজেলা শ্রমিক দলের সভাপতির দায়িত্বে ছিলেন।

এমএইচডি/পিএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *