দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে : চরমোনাই পীর

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই অপকর্ম করতে চক্রান্তকারীদের কোনো জায়গা হবে না। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ভালো কাজের সহযোগিতা করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই অপকর্ম করতে চক্রান্তকারীদের কোনো জায়গা হবে না। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ভালো কাজের সহযোগিতা করা হবে।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরীর চাঁদমারীর মুজাহিদ কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের বরিশাল জেলার তৃণমূলের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর যখন সবাই চাঁদাবাজি, জমি দখল লুটতরাজে ব্যস্ত, আমরা তখন সংখ্যালঘুসহ জনসাধারণের জন্য কাজ করেছি। কোনো স্বার্থের বিনিময়ে আমরা কখনই বিক্রি হয়নি। জাতীয় নির্বাচনে অনেক লোভ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো লোভে পা দেয় নাই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাঠ প্রস্তুত, ফসল নিজেদের ঘরে আনতে হবে মানুষের জন্য কাজ করে। দলের তৃণমূলকে শক্তিশালী করতে হবে।  

সংগঠনের বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এসহাক মোহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মদ লোকমান হোসাইন জাফরী, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নেছার উদ্দীন, বরিশাল জেলার উপদেষ্টা মাওলানা কাজী মামুনুর রশিদ খান ইউসুফী, সহ-সাধারণ সম্পাদক কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও দাওয়া সম্পাদক আবুল কসলাম আজাদ, দপ্তর সম্পাদক মাস্টার নুরুল হক মিঞা প্রমুখ। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *