৮ উইকেটের বড় জয়ে শেষ করল বাংলাদেশ

৮ উইকেটের বড় জয়ে শেষ করল বাংলাদেশ

আজও পাত্তা পেল না স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েরা। ৮ উইকেটের বড় জয়ে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ নারী ‘এ’ দল। 

আজও পাত্তা পেল না স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েরা। ৮ উইকেটের বড় জয়ে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ নারী ‘এ’ দল। 

আসন্ন নারী বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলেছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও ছিলেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও। 

ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দাপুটে পারফরম্যান্স টাইগ্রেসদের। আজ (বৃহস্পতিবার) শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক মেয়েরা। জবাবে মাত্র ১১ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। 

কল্টসে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক মেয়েরা। দুই অঙ্কের রানের কোটায় গেছেন কেবল একজন। ২০ বল খেলে ১১ রান করেছেন চেথানা ভিমুক্তি। দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিই তার। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাবেয়া খান। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মারুফা, রাবেয়া ও ফাহিমা।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ১১ দশমিক ৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ। ব্যক্তিগত ৩৩ রানে অপরাজিত থাকেন ওপেনার দিলারা ও নিগার সুলতানা জ্যোতি টিকেছিলেন ২৫ বলে ১৪ রানে। 

এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *