স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, ১২ বসতঘরে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, ১২ বসতঘরে আগুন

শরীয়তপুরের সখিপুরে ফারুক মোল্লা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে (৩৫)। আগুন দেওয়া হয় ১২টি বসতঘরে।

শরীয়তপুরের সখিপুরে ফারুক মোল্লা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে (৩৫)। আগুন দেওয়া হয় ১২টি বসতঘরে।

বুধবার (৭ আগস্ট) রাতে ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের বাহেরচর গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক মোল্লা চরকুমারিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লার বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা বাড়িতে ঢুকে ফারুক মোল্লা ও তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। এরপর দুর্বৃত্তরা তাদের ১২টি বসতঘরে আগুন দিয়ে চলে যায়। পরে স্বজনরা ফারুক মোল্লা ও ফরহাদ মোল্লাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মোল্লাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি ফরহাদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য সিরাজ মোল্লা বলেন, ‘আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। কিন্তু রাজনীতি করার সময় আমরা কারও কোনো ক্ষতি করিনি। কিন্তু বিএনপি-জামায়াতের লোক আমার ভাইকে মেরে ফেলল। আমার আরেক ভাইয়ের অবস্থাও খুব খারাপ, মনে হয় সেও বাঁচবে না। ওরা আমাগো বাড়িঘর সব জ্বালাই দিছে। আমরা ওগো বিচার চাই।’

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিকা বলেন, স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে এসেছিল। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শরীয়তপুরের জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে মোল্লারহাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় ফারুক নামে একজনের নিহতের খবর পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সেনাবাহিনীকে খবর দেওয়া হবে।

সাইফ রুদাদ/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *