স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।
আজ (মঙ্গলবার) সকাল থেকে শহরে খুলেছে ব্যবসাপ্রতিষ্ঠান। চলেছে ব্যাংক লেনদেনসহ সরকারি-বেসরকারি অফিসও। আদালতেও চলেছে0 বিচারিক কার্যক্রম।
শহরে পুলিশের উপস্থিতি না থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে সেনাবাহিনী।
যে কোনো ধরনের নাশকতা রোধে কঠোর অবস্থান নিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে দ্রুত জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের সাথে যোগাযোগ করতে শহরে মাইকিং করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান,কোনো ধরনের সহিংসতা না করতে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া নেতাকর্মীসহ ছাত্রজনতার প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার শেখ হাসিনার দেশ ত্যাগের কথা ছড়িয়ে পরলে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করে ভাংচুর করে উত্তেজিত ছাত্রজনতা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বাসভবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীর বাসভবন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।
এনএফ