পুলিশ না থাকায় পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই সীমিত পরিসরে কার্যক্রম চলছে ঢাকার নিম্ন আদালতে। বুধবার (৭ আগস্ট) সরেজমিন আদালত ঘুরে এ চিত্র দেখা গেছে।
পুলিশ না থাকায় পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই সীমিত পরিসরে কার্যক্রম চলছে ঢাকার নিম্ন আদালতে। বুধবার (৭ আগস্ট) সরেজমিন আদালত ঘুরে এ চিত্র দেখা গেছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতসহ কয়েকটি আদালত এজলাসে উঠে বিচারকার্য পরিচালনা করলেও অন্যসব আদালত বিচারকের খাসকামরায় বসেই আদেশ দেন। এছাড়াও কিছু কিছু আদালত এজলাসে উঠে সীমিত পরিসরে ওঠে কার্যক্রম পরিচালনা করছেন।
এদিকে ঢাকার নিম্ন আদালতে চারটি হাজতখান থাকলেও কোনোটিতেই পুলিশ দেখা যায়নি। বর্তমান এই হাজতখানাগুলোতে তালা ঝুলছে।
জিআরও শাখার পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা কয়েকজন এসেছি শুধুমাত্র আসামিদের জামিন বিষয়ে কাজ করতে। একটু পরেই চলে যাবো। আমাদের স্বাক্ষর ছাড়া আসামিরা বাহির হবে না, এজন্য আসতে হয়েছে।
ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের এক কর্মকর্তা বলেন, বিচারক স্যার নিরাপত্তার স্বার্থে আদালতে উঠবেন না। তবে হাজিরা, সময়ের আবেদন অটোমেটিক মঞ্জুর হচ্ছে। খাসকামরায় বসে জামিনের আবেদনও মঞ্জুর করছেন আদালত।
ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয় বলেন, গত ৫ আগস্ট থেকে নিরাপত্তার স্বার্থে অনেক বিচারক এজলাসে না উঠে বিচারকার্য পরিচালনা করছেন। অনেক ক্ষেত্রে সময়ের আবেদন, জামিন শুনানিও করা লাগছে না।
এর আগে গত ১ জুলাইয়ের পর থেকে গ্রেপ্তার হওয়া হাজারেরও বেশি আসামির জামিন মঞ্জুর করেন ঢাকার বিভিন্ন আদালত। তবে নিরাপত্তাহীনতায় তারা আদালতের এজলাসে উঠেননি। আদালতে কারাগার থেকে কোনো আসামি আনা হয়নি। কোনো সাক্ষী, হাজিরা কিংবা সময়ের আবেদনেরও শুনানি হয়নি।
এনআর/জেডএস