সিলেটের গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযানে আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর ও আটটি পাথর ভাঙার মেশিন জব্দ করা হয়েছে।
সিলেটের গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযানে আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর ও আটটি পাথর ভাঙার মেশিন জব্দ করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিছনাকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
সিলেট বিজিবি-৪৮ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৩/এমপি থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির আহ্বানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রশাসন, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে বিছনাকান্দি ও আনফরভাংগা এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
টাস্কফোর্স অভিযানে আনুমানিক ১ লাখ ২০০ ঘনফুট পাথর ও আটটি পাথর ভাঙার মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট পাথর ও আটটি ভাঙার মেশিন স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিনের এবং ৫৫ হাজার ২০০ ঘনফুট পাথর ইউপি সদস্য মো.পাবলু মিয়ার জিম্মায় রাখা হয়েছে বলে জানায় বিজিবি।
মাসুদ আহমদ রনি/এএমকে