বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে শর্তসাপেক্ষে আবাসিক হলগুলো খুলে দিয়েছেন প্রভোস্টরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে শর্তসাপেক্ষে আবাসিক হলগুলো খুলে দিয়েছেন প্রভোস্টরা।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহি হল ও বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল খুলে দেওয়া হয়। এর আগে সোমবার (৫ আগস্ট) মেয়েদের একমাত্র হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেওয়া হয়।
শর্তগুলো হলো কেবল হলের বৈধ ছাত্ররাই হলে থাকতে পারবে। হলের অবৈধ শিক্ষার্থীরা (যাদের নির্দিষ্ট সিট দেওয়া হয়নি) আগামী রোববার এর মধ্যে তাদের বেডিং পত্র নিয়ে হল ত্যাগ করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বৈধ শিক্ষার্থীরাও কোনো গেস্ট বা বন্ধু নিয়ে হলে প্রবেশ করতে পারবে না। হলে প্রবেশ ও বাহির হওয়ার সময় প্রত্যেককে নাম এন্ট্রি করতে হবে।
এসময় বেরোবি শহীদ মুখতার ইলাহি হলের প্রভোস্ট শাহিনুর রহমান বলেন, আমরা প্রভোস্টরাও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। হলে বৈধ শিক্ষার্থীরাই থাকবে। আমাদের শিক্ষকদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। আমরাও এর আগে এগুলো নিয়ে কাজ করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে করা সম্ভব হয়নি। আমরা আবাসিক হলে নতুন পরিবেশ তৈরি করতে চাই। আমাদের প্রত্যাশাগুলো পূরণে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করছি শহীদ মুখতার ইলাহি হলে প্রবেশ দৃষ্টান্ত হয়ে থাকবে।
শিপন তালুকদার/এসএসএইচ