ভারতে পালানোর সময় সীমান্তে ৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে ১ জন, যশোরের বেনাপোল থেকে ১ জন এবং চুয়াডাঙ্গার দর্শনার ২ জন।
ভারতে পালানোর সময় সীমান্তে ৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে ১ জন, যশোরের বেনাপোল থেকে ১ জন এবং চুয়াডাঙ্গার দর্শনার ২ জন।
আটকরা হচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ওয়ার্ড কাউন্সিলর মো. রজব আলী ও তার সহযোগী নাজমুল হোসেন, ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের সুনীল হালদারের ছেলে সজীব হালদার, রাসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা।
বিজিবিএ জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী ব্যক্তিবর্গ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অতাবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি জানায়, পাশাপাশি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নাম্বারে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।
এআর/পিএইচ