ছাত্র-জনতার অভুত্থ্যানের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে তার কয়েকদিন আগে থেকেই দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সারা দেশে। রাজবাড়ী শহরেও তৈরি হয় একই পরিস্থিতি।
তবে সেই সংকট কাটিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে রাজবাড়ীতে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অফিস-আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। খুলতে শুরু করেছে জেলা শহরের সকল বিপণিবিতানগুলো।
সরেজমিনে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে রাজবাড়ী শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহর জুড়ে মাইকিংও করছে তারা। পুলিশের উপস্থিতি না থাকায় সেনাবাহিনী জেলা শহরের পাশাপাশি উপজেলা শহরগুলোতেও নিয়মিত টহল দিচ্ছে।
এ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় বিএনপি নেতাকর্মীরাও কাজ করছে। সংখ্যালঘু ও হিন্দুদের বাসায় যাতে হামলা ভাঙচুর না হয় এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা বিএনপির পক্ষ থেকে শহর জুড়ে মাইকিং করা হচ্ছে।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জেলা বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। রাজবাড়ী শহরের সরকারি-বেসরকারি স্থাপনায় যাতে হামলা ও ভাঙচুর না হয় সেজন্য ৫ আগষ্ট থেকে আমাদের নেতাকর্মীরা পাহাড়া দিচ্ছে। রাতে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়া দেওয়া হচ্ছে। সেনাবাহিনীও মাঠে রয়েছে। সব মিলিয়ে জেলার পরিবেশ শান্ত হয়ে আসছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এনএফ