বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ -এ সাইলেন্সার চরিত্রটি ভীরু সাহাস্ত্রবুদ্ধে (চতুর) নামে পরিচিত। সাইলেন্সার চরিত্রটি প্রতিযোগিতামূলক মনোভাব ও মুখস্থবিদ্যার প্রতি অত্যন্ত আগ্রহী ছিল, যা র্যাঞ্চো, ফারহান, ও রাজুর মত শিক্ষার্থীদের বিপরীত।
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ -এ সাইলেন্সার চরিত্রটি ভীরু সাহাস্ত্রবুদ্ধে (চতুর) নামে পরিচিত। সাইলেন্সার চরিত্রটি প্রতিযোগিতামূলক মনোভাব ও মুখস্থবিদ্যার প্রতি অত্যন্ত আগ্রহী ছিল, যা র্যাঞ্চো, ফারহান, ও রাজুর মত শিক্ষার্থীদের বিপরীত।
সাইলেন্সারের কাহিনীতে ৫ সেপ্টেম্বরের উল্লেখ একটি গুরুত্বপূর্ণ এবং কৌতুকপূর্ণ অংশ হিসেবে সিনেমায় এসেছে। সিনেমার এক দৃশ্যে সাইলেন্সার একটি বক্তৃতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং তার বক্তৃতার শিরোনাম ছিল “৫ সেপ্টেম্বর।”
এদিকে ৫ সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, যা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিনের সঙ্গে সম্পর্কিত। শিক্ষক দিবস হওয়ায় সাইলেন্সার এই দিনটিকে গুরুত্ব দিয়েছে এবং বক্তৃতার শিরোনাম হিসেবে ব্যবহার করেছে।
কিন্তু মজার বিষয় হলো, সাইলেন্সারের বক্তৃতার কৌশল ছিল পুরোটা মুখস্থ করা। র্যাঞ্চো তার বক্তৃতার পাণ্ডুলিপিতে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ বদলে দেয়। যেমন- ‘চামাতকার’ অলৌকিক শব্দটি বদলে ‘বালাতকার’ (ধর্ষণ) বলে। মুখস্থ বিদ্যার ওপর নির্ভরশীল সাইলেন্সার এসব পরিবর্তন বুঝতে না পেরে হাস্যকর এবং বিব্রতকর বক্তব্য রাখে, যা সিনেমার এক মজার মোড় হিসেবে কাজ করে।
সুতরাং, ৫ সেপ্টেম্বরের উল্লেখ এখানে শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদনের ইঙ্গিত দিলেও, আসল মজাটি ছিল সাইলেন্সারের মুখস্থবিদ্যার উপর ভিত্তি করে তার অজ্ঞতাকে প্রকাশ করার দৃশ্য।
এমআইকে