সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই সারাদেশের মত মানিকগঞ্জেও উল্লাসে মেতে ওঠেন হাজারো ছাত্র-জনতা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই সারাদেশের মত মানিকগঞ্জেও উল্লাসে মেতে ওঠেন হাজারো ছাত্র-জনতা।
এরপরই রাষ্ট্র ও সমাজ সংস্কারের অংশ হিসেবে জেলা শহরের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলায়পূর্ণ স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা। জেলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায়ও কাজ করছেন শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনের সদস্যরা।
বুধবার (৭ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা গেছে, মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা।
এ সময় মাঠে পড়ে থাকা ময়লাগুলো সংগ্রহ করে একটি স্থানে নিয়ে রাখার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সরকারি দ্রেবেন্দ্র কলেজেসহ জেলা শহরের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনাগুলোও পরিষ্কার করছেন তারা।
আজকে বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা জেলা শহরের চলাচলকরাী যানবাহনের ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছেন। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক সংগঠন দিশারীর সদস্যরাও ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছেন।
দিশারীর সভাপতি হাসান শিকদার ঢাকা পোস্টকে বলেন, দেশের চলমান পরিস্থিতি ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বা নেই বললেই চলে। জেলা শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে আমরা দিশারী সংগঠনের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আজকে সকাল সাড়ে আটটা থেকে কাজ করছি। আমাদের ৪০ জন ভলান্টিয়ার নিয়ে জেলা শহরের পাঁচটি পয়েন্টে এই ট্রাফিকের কাজ করছি। আমাদের এই কাজটি চলমান থাকবে, যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এই কাজ বুঝে না নেন। এছাড়া আমাদের কাজে সহযোগিতার করার জন্য কয়েকজন আনসার সদস্যকেও দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্লাবন বলেন, আমরা জেলা শহরের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। এটি আমাদের শহর আমাদের জেলা। এজন্য জেলা শহরের সৌন্দর্য ঠিক ও পরিচ্ছন্ন রাখতে আমাদেরকে এগিয়ে আসতে হবে।
সোহেল হোসেন/এমএসএ