মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ভিমরুলের কামড়ে সামিরা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরও তিনজন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ভিমরুলের কামড়ে সামিরা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরও তিনজন।
নিহত সামিরা উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার মেয়ে। আর আহত শিশুরা হলেন- সামিরার ভাই সাজিদুল ইসলাম (৮), চাচাতো ভাই সজল হোসেন (১৩) ও চাচাতো বোন রোজা মনি (২)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৪ আগস্ট) শিশু সামিরাসহ বাকি সবাই বাড়ির পাশে একটি ঘাস কাটার ভ্যানে করে ঘুরতে যায়। ভ্যানটির চালাচ্ছিল সামিরার চাচাতো ভাই সজল। এ সময় হঠাৎ করেই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঝোপে পড়ে যায়। এ সময় ঝোপের মধ্যে থাকা ভিমরুল তাদের কামড়ায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক। এর পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার শিশু সামিরার মৃত্যু হয়। বাকি তিন শিশু সেখানে চিকিৎসাধীন রয়েছে। আজ সকালের দিকে শিশু সামিরাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের চাচা ও বয়ড়া ইউপি সদস্য মিরাজ মিয়া বলেন, আমার ভাতিজি সামিরা, ভাতিজা সাজিদুল, আমার ছেলে সজল ও মেয়ে রোজাসহ চারজন ভ্যানে করে ঘুরতে বের হয়। ভ্যানটি আমার ছেলেই চালাচ্ছিল, তবে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে সবাই রাস্তার পাশের একটি ঝোপে পড়ে গেলে তাদের ভিমরুলে কামড়ায়। এতে সবাই আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হলেও আমার ভাতিজি মারা গেছে।
সোহেল হোসেন/এমজেইউ