মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানকে বিদায়ী সংবর্ধনা

মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানকে বিদায়ী সংবর্ধনা

মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি অবসরে যান। এ উপলক্ষ্যে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গালর্স গাইড অ্যাসোসিয়েশনে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ । সচিব ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মহাপরিচালকের মাদরাসা শিক্ষা অধিদপ্তরে দুই বছরের কর্মজীবনের নানাবিধ সৃজনশীল উদ্যোগ ও  কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, মহাপরিচালক হাবিবুর রহমান একাধারে  মাদরাসা শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন, অন্যদিকে তিনি ছিলেন শিক্ষকবান্ধব। 

মহাপরিচালক মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারীদের কাছে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন এবং মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীকে নবাগত মহাপরিচালককে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গালর্স গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নবাগত মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. শাহনওয়াজ দিলরুবা খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব ( প্রশাসন ও অর্থ) সামসুর রহমান খান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলমগীর , বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মাহমুদুল হক , সরকারি মাদ্রাসা ই আলিয়া , ঢাকা এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল কবির, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ( প্রশাসন) জাকির হোসাইনসহ ঢাকা মহানগরীর সকল মাদ্রাসার অধ্যক্ষ / উপাধ্যক্ষ / সুপার / সহকারী সুপারগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন ও অর্থ) এইচ এম নুরুল ইসলাম এবং সঞ্চালক ছিলেন উপপরিচালক (অর্থ) আবুল বাসার। 

এনএম/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *