বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার ঘাটবিলা এলাকায় মোশারফ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মো. আলমের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলম গ্রুপের মো. মফিজ শেখ (৪৫) এবং মোশারফ গ্রুপের মো. মোশারফ শেখ (৭০) নিহত হয়েছেন।
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার ঘাটবিলা এলাকায় মোশারফ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মো. আলমের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলম গ্রুপের মো. মফিজ শেখ (৪৫) এবং মোশারফ গ্রুপের মো. মোশারফ শেখ (৭০) নিহত হয়েছেন।
নিহত মো. মফিজ শেখ মৃত সবুর শেখের ছেলে এবং মো. মোশারফ শেখ মৃত আবুল হাশেম শেখের ছের। দুইজনই ঘাটবিলা এলাকার বাসিন্দা। এদের মধ্যে মো. মোশারফ শেখের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মফিজের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয় পল্লী চিকিৎসক মো. ফোরকান মাহমুদ বলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. আলম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মোশারফ শেখের লোকদের সঙ্গে সংঘর্ষে দুইজন মারা গেছেন। নিহত মো. মোশারফ শেখের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মফিজের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে রয়েছেন। এদের বিরোধ খুবই পুরোনো, সরকারের পদত্যাগের কারণে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. আলম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মোশারফ শেখের সঙ্গে আধিপত্য বিস্তার ও জমি-সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। সোমবার সরকার পতনের খবর পাওয়ার পরেই বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন।
মোল্লাহাট থানা পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।
শেখ আবু তালেব/এএমকে