বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্যের সমন্বয়ক কমিটি গঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত সমন্বয়ক তানিম এহসান (শিবলী) ও শওকত ইমরানের পাশাপাশি রয়েছেন ১০ জন সহ-সমন্বয়ক।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্যের সমন্বয়ক কমিটি গঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত সমন্বয়ক তানিম এহসান (শিবলী) ও শওকত ইমরানের পাশাপাশি রয়েছেন ১০ জন সহ-সমন্বয়ক।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানিম এহসান (শিবলী)।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী গণহত্যা, ছাত্রদের ওপর পুলিশ, ছাত্রলীগ, র্যাব, বিজিবির হামলার বিচারের দাবিতে বাংলার ছাত্রসমাজ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে একদফা দাবি আদায়ে রাজপথে থাকবে। এজন্য আমাদের ১২ সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে আলোচনার মাধ্যমে আন্দোলন সফল করার জন্য লড়াই চালিয়ে যাব।
এ সময় বাকৃবির শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী সবাইকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
বাকৃবির সহ-সমন্বয়করা হলেন- সাইফুল ইসলাম, সাব্বির হোসেন রিজন, হাবীবা ইয়াসমিন, আব্দুল কাদির শুভ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুস সালাম, আলী সর্দার, আব্দুল্লাহ আল মঈন, সাদিয়া আক্তার ও ইউনুস বিন হোসাইন।
মুসাদ্দিকুল ইসলাম/এমজে