আওয়ামী লীগ সরকারের পতনের পর বাউফলের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার। গতকাল বাউফল পৌর শহরের ৮নং ওয়ার্ডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাবেক এই এমপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এ আন্দোলন করতে গিয়ে শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষ নিহত হয়েছেন। দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশে ভাষণে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তারপরেও কতিপয় নেতাকর্মীসহ অনুপ্রবেশকারীরা সরকারি প্রতিষ্ঠানসহ বিরোধী দলীয় অনেক নেতা-কর্মীর বাড়ি জ্বালাও-পোড়াও, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছেন। তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।
আরিফুল ইসলাম সাগর/এনএফ