বরগুনায় বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 

বরগুনায় বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর হামলা ও হত্যার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছেন বরগুনার শিক্ষার্থীরা। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবক। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর হামলা ও হত্যার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছেন বরগুনার শিক্ষার্থীরা। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবক। 

বরগুনায় আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের দাবি আদায়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা সদর রোড এলাকার প্রেসক্লাব চত্বর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সরেজমিনে বরগুনা সদর রোড এলাকায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ঘুরে দেখা যায়, মাথায় লাল কাপড় ও হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা ব্যানার নিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন অনেক শিক্ষার্থীর অভিভাবক।

এ সময় কোটা সংস্কার করতে নেমে সোনার ছেলেরা হল বলি, এক সাঈদ লোকান্তরে লক্ষ্য সাঈদ ঘরে ঘরে, লাশের জন্য কত কোটা? বর্বরতার বিচার চাই, এককভাবে আমি শুধু একটা বিন্দু একসাথে আমরা বিশাল এক সিন্ধু এ সকল ভিন্ন ভিন্ন স্লোগানে ব্যানার লিখে ও স্লোগানে মুখরিত করা হয় বরগুনা সদর রোড এলাকার প্রেসক্লাব চত্বর। 

কর্মসূচিতে অংশ গ্রহণ করা অভিবাকদের মধ্যে নজরুল ইসলাম মানিক নামের এক অভিভাবক ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমাদের সমর্থন আছে। তাদের দাবি মেনে নিয়ে দেশে যে একটা অসহযোগ অবস্থা চলছে তা থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা বন্দিদশা থেকে মুক্তি পেতে চাই, আমরা ন্যায় বিচার ও ন্যায় শাসনের চিন্তা করছি যাতে সেটা প্রতিষ্ঠিত হয়। এ কর্মসূচিতে আমাদের ছেলে মেয়েরা আছে, আমদের বিভিন্ন স্বজনরাও উপস্থিত আছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে বরগুনায় শিক্ষার্থীদের এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মো. আব্দুল আলীম/এনটি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *