বন্যায় কোন জেলায় কত ক্ষতি? 

বন্যায় কোন জেলায় কত ক্ষতি? 

কোন জেলায় কত ক্ষতি? 

বন্যায় দেশের ৮টি জেলায় ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব জনগণের জন্য জেলা ভিত্তিক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়৷

বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা৷

কোন জেলায় কত ক্ষতি? 

ফেনী 

* ফেনী জেলার ৬টি উপজেলার ১৫টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷* পানি বন্দি ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় ৩ লাখ৷* বন্যার পানিতে ডুবে ১ জনের মৃত্যু৷* আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৭৮টি৷* আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা ২০ হাজার৷* মেডিকেল টিম চালু ৭৬টি৷• দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ৪২ লাখ এবং ত্রাণ কার্য (চাল) ১ হাজার ৪০০ টন ও শুকনা খাবার ৩ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

কুমিল্লা

* বন্যায় কুমিল্লা জেলার ১২টি উপজেলার ১২৪টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷* পানি বন্দি পরিবার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬৬১ টি৷* দুর্যোগকবলিত জনসংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৬০০ জন৷* আশ্রয় কেন্দ্রের সংখ্যা ৫৮৭টি৷* আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা ৪ হাজার ৩০২ জন এবং গবাদিপশুর সংখ্যা ৬৬৭টি৷* দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ২৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য (চাল) ১ হাজার ৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।

নোয়াখালী 

* নোয়াখালী জেলার ৮টি উপজেলার ৮৬টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷* পানি বন্দি পরিবার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৯০০ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৯ লাখ ৮০ হাজার জন৷* আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৩৮৮টি৷* আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা ৩৬ হাজার ১১৫ জন ও আশ্রিত গবাদি পশুর সংখ্যা ৪ হাজার ৭১৪টি৷* মেডিকেল টিম চালু ৮৮টি৷* দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ২৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য (চাল) ১ হাজার ৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম 

* বন্যায় চট্টগ্রাম জেলার ৩টি উপজেলার ৩৮টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷* পানি বন্দি পরিবার সংখ্যা ৩৫ হাজার ৭৫০ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৫০০ জন৷* আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ২৩৯টি৷* আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ১ হাজার ৭২৫ জন এবং ৬২টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে৷* মেডিকেল টিম চালু ১৩৭টি৷• দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ১৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য (চাল) ১ লাখ ৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।

মৌলভীবাজার 

* মৌলভীবাজার জেলার ৬টি উপজেলার ৩৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷* পানি বন্দি পরিবার সংখ্যা ২২ হাজার ৫৭৭ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১ লাখ ১২ হাজার ৬৬৭ জন৷* আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ১৬টি৷* আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ৪ হাজার ৩২৫ জন এবং আশ্রিত গবাদি পশুর সংখ্যা ১৮২টি৷* মেডিকেল টিম চালু আছে ৩১টি৷* দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ১০ লাখ টাকা এবং ত্রাণ কার্য (চাল) ১ হাজার ৮৫০ টন ও শুকনা খাবার ১ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি 

* বন্যায় খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলার ২৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷* পানি বন্দি পরিবার সংখ্যা ৩৩ হাজার ৫২২ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১ লাখ ১০ হাজার ৭১ জন৷* আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ৯৯টি৷* আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ৯,০১৩ জন এবং আশ্রিত গবাদি পশুর সংখ্যা ১ হাজার ৮৩৪টি৷* মেডিকেল টিম চালু ১৮টি৷* দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ত্রাণ কার্য (চাল) ৮০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ* বন্যায় হবিগঞ্জ জেলার ৫টি উপজেলার ২২টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷* পানি বন্দি পরিবার সংখ্যা ৮ হাজার ২৪০ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৩৩.৪৬৮ জন৷* আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ১১৬টি৷* আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ১৪০ জন৷* দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ২৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য (চাল) ১ হাজার ৯০০ টন ও শুকনা খাবার ৩ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া

* জেলার ২টি উপজেলার ৮টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে৷* পানি বন্দি পরিবার সংখ্যা ১১৯০ এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪ হাজার ৯৯১ জন৷* মৃত লোক সংখ্যা ১ জন৷* আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা ১১টি৷* আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ৪৮ জন৷ * মেডিকেল টিম চালু আছে ৬টি৷• দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ ১৫ লাখ টাকা এবং ত্রাণ কার্য (চাল) ১,৬০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।

এমএম/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *