মুখ ও পা বেঁধে বস্তায় ভরে বেশ কয়েকটি কুকুরকে নদীতে ফেলে দিতে চেয়েছিলেন এক পাষণ্ড। তবে অন্যরা সেটি দেখে ফেলে কুকুরগুলোকে বাঁচিয়ে দেন। ভারতের মধ্যপ্রদেশে ঘটতে যাচ্ছিল এমন ভয়াবহ ঘটনা।
মুখ ও পা বেঁধে বস্তায় ভরে বেশ কয়েকটি কুকুরকে নদীতে ফেলে দিতে চেয়েছিলেন এক পাষণ্ড। তবে অন্যরা সেটি দেখে ফেলে কুকুরগুলোকে বাঁচিয়ে দেন। ভারতের মধ্যপ্রদেশে ঘটতে যাচ্ছিল এমন ভয়াবহ ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কুকুরগুলোকে একটি বৈদ্যুতিক রিক্সায় করে নিয়ে আসা হয়েছিল। গতকাল শুক্রবার রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৫০০ কিলোমিটার পূর্বের সাটনার একটি নদীর পাশে কুকুরগুলোকে নিয়ে আসা হয়। ওই সময় একদল মানুষ এতে বাধা দেন এবং ১০ থেকে ১২টিরও বেশি কুকুরকে মুক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কতটা অমানবিকভাবে কুকুরগুলোকে বেঁধে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় নান্দু বাসোর এবং প্রদীপ বাসোর নামের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা কোতোয়ালি নামের একটি এলাকার বাসিন্দা। তবে এ দুজনই বর্তমানে পলাতক রয়েছেন।
পুলিশ অভিযুক্ত এ দুজনের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের গ্রেপ্তার করতে আত্মীয়-স্বজনের বাড়িতে অভিযান চালাচ্ছে।
পুলিশের সুপারিনটেনডেন্ট মাহেন্দ্র সিং চৌহান জানিয়েছেন, একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর অভিযুক্তদের শনাক্ত করা হয়।
সূত্র: এনডিটিভি
এমটিআই