পাকিস্তানে যাওয়ার আগে যা বললেন নির্বাচক রাজ্জাক

পাকিস্তানে যাওয়ার আগে যা বললেন নির্বাচক রাজ্জাক

দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে আজ শুক্রবার দেশ ছেড়েছে বাংলাদেশ এ দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ গড়াবে আগামী ১৩ আগস্ট। মুশফিকুর রহিম-মুমিনুল হকদের নিয়ে গড়া দলটাতে বেশ ভারসাম্য রাখা হয়েছে। দেশ ছাড়ার আগে অবশ্য বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।

দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে আজ শুক্রবার দেশ ছেড়েছে বাংলাদেশ এ দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ গড়াবে আগামী ১৩ আগস্ট। মুশফিকুর রহিম-মুমিনুল হকদের নিয়ে গড়া দলটাতে বেশ ভারসাম্য রাখা হয়েছে। দেশ ছাড়ার আগে অবশ্য বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।

দেশ ছাড়ার আগে রাজ্জাক বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের জাতীয় দল খেলতে যাবে, সেখানে আমাদের ‘এ’ দল আগে যাচ্ছে। যেটা সাধারণত আমরা দেখেছি ভারতীয় দল করে থাকে। যখনই কোনও দেশে জাতীয় দল যায়, তার আগে ওরা ‘এ’ দল পাঠিয়ে দেয়।’

‘যদি এমন কেউ থাকে যে অনুশীলন করে দলে নেয়া যায়… তো আমাদের ক্ষেত্রেও কিছুটা ওরকম। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশন নতুন হবে। যারা আপকামিং ওদের জন্য কন্ডিশনের পরীক্ষা দেয়া আমাদের প্রধান লক্ষ্য।’-যোগ করেন তিনি।

রাজ্জাক জানালেন নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই, ‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে।’

‘সাধারণত রাজনৈতিক কোনও প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। সবগুলো খেলাই আসলে। ওটার সাথে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

এসএইচ/এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *