পঞ্চগড়ে শহর পরিচ্ছন্ন ও গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) তৃতীয় দিনের মতো শহর পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা।
পঞ্চগড়ে শহর পরিচ্ছন্ন ও গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) তৃতীয় দিনের মতো শহর পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা।
গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর জেলার তেঁতুলিয়া উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তা বাজারে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। এতে এলোমেলো হয়ে আছে পুরো শহর। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে তা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। সকাল থেকেই তারা বাজারের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে পড়ে থাকা জিনিসপত্র একত্র করে পরিচ্ছন্ন করছেন। পরে শহরের ট্রাফিক সিগন্যালও নিয়ন্ত্রণ করেন তারা। এ সময় মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়। তেঁতুলিয়া পর্যটন কেন্দ্র জেলা পরিষদ ডাকবাংলো ও পিকনিক কর্নার পরিচ্ছন্ন করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মধ্যে পিয়াস, সবুজসহ কয়েকজন বলেন, সাধারণ শিক্ষার্থী ও তেঁতুলিয়া উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছি। শুধু কোটা নয় আমরা পুরো দেশটাকে সংস্কারের কাজে নেমেছি।
এর আগের দিন বুধবার দুপুরে তেঁতুলিয়ার মডেল থানা পরিচ্ছন্ন করেন শিক্ষার্থীরা। একই দিন জেলা শহরের শেরেবাংলা পার্ক এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত আনসার সদস্যদের সহযোগিতা করছেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বিএনসিসির সদস্যরা। এ সময় তারা মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার ও আইন মেনে চলার পরামর্শ দেন।
এসকে দোয়েল/এনটি/এমজেইউ