বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এ খুশিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিজয় মিছিল করছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও আমজনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এ খুশিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিজয় মিছিল করছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও আমজনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জনগণের উদ্দেশে বক্তব্য দেয়ার পর বিজয় মিছিলে প্রাণ খুলে উল্লাস করেন ছাত্র-জনতা। উপজেলার তেঁতুলিয়ার চৌরাস্তা বাজারে বিজয় মিছিলে অংশ নেয় অভিভাববকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।
বিকেল থেকেই চলে বিজয় মিছিল হয়। আনন্দ মিছিল করতে দেখা যায় জামায়াতে ইসলামের নেতাকর্মীদের। তারা চৌরাস্তা বাজারে আনন্দ মিছিল করে বক্তব্য রাখেন।
এ সময় কোনো ধরনের হামলা বা সহিংসতায় না জড়ানোর আহ্বন করা হয়। শিক্ষার্থীরা বলেন, আমাদের কাজ শান্তিপূর্ণ আন্দোলন। এখন বিজয় এসেছে। শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করবো। আমরা কোন সহিংসতার সাথে জড়িত হবো না। আমাদের বাইরে কেউ সহিংসতায় জড়ালে এর দায় আমরা নিব না।
এসকে দোয়েল/এনটি