রাজধানীর নিউ ইস্কাটনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাসায় হামলার ঘটনা ঘটেছে।
রাজধানীর নিউ ইস্কাটনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাসায় হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (৫ আগস্ট) রাত ১০টায় বাসার বাইরে থেকে ইটপাটকেল ছোড়ে দুর্বৃত্তরা। এর পর এক পর্যায়ে তারা গেটে আগুন ধরিয়ে দেয়।
আমির হোসেন আমু ও তার পরিবার এই বাসায় থাকেন। তবে আগুনের সময় ভেতরে আওয়ামী লীগের এই নেতা বাড়িতে রয়েছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তিনি উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
এআর/এমএ