শেখ হাসিনা সরকারের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের জয়পুরহাটের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে গত ৫ আগস্ট বিকেলে আনন্দ মিছিলের একপর্যায়ে জয়পুরহাট সরকারি কলেজ সংলগ্ন আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সেই সাথে বাসায় থাকা সব জিনিস লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল বাড়িটিতে গিয়ে দেখা যায়, ইটের দেওয়ালে ঘেরা বাড়িটির গেট ভাঙা। সকল কক্ষ ভাঙা ও আগুনে পুড়ে গেছে। যাবতীয় জিনিসপত্র লুট হয়েছে। উৎসুক জনতা পোড়া বাসাটি দেখতে আসছেন।
গত ৫ আগস্ট বিজয় মিছিল থেকে বিক্ষুদ্ধ জনতা পুলিশ সুপারের কার্যালয়, জয়পুরহাট সদর থানা, সদর উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক পাঁচ পৌরসভার মেয়রের বাসা, ওই দলের নেতাকর্মীদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে ভাঙচুর করা হয়েছে। অনেকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সদর থানায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
চম্পক কুমার/এনএফ