দীর্ঘদিন কারাগারে থাকার পর অ্যাডভোকেট আল আমিন সুজন আজ ফিরেছেন। তিনি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবদলের বর্তমান যুগ্ম সম্পাদক।
বৃহস্পতিবারর সকালে পটুয়াখালী পায়রা সেতু পয়েন্ট থেকে তাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে পটুয়াখালী শহরে নিয়ে আসেন জেলার যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।
এরপর একটি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পটুয়াখালী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখেন।
আল আমিন সুজন বলেন, দীর্ঘ দিন পরে আপনাদের মাঝে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। আপনাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হয়েছে। এ ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন হওয়ায় আজ বাংলাদেশ আবারও স্বাধীনতার স্বাদ পেয়েছে।
মো. রায়হান/এসকেডি