তাপসের ফেসবুক প্রোফাইল ‘লাল’

তাপসের ফেসবুক প্রোফাইল ‘লাল’

গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল রঙের ছবি প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন মহলের তারকারা। 

গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল রঙের ছবি প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন মহলের তারকারা। 

মূলত রাষ্ট্রীয় শোক পালনকে প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানান।

তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, তারকারা তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘লাল রঙ’ বেছে নেন। 

শনিবার (৩ আগস্ট) রাতে গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইল পিকচার ও কভার ফটো পরিবর্তন করে লাল রঙে রাঙিয়েছেন। 

গত দুইদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম লাল রঙে ছেয়ে গেছে। যেই স্রোতে এবার গা ভাসালেন তাপস নিজেও। ফেসবুকে ‘লাল রঙ’ প্রকাশ করে শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়েছেন তিনি। 

এর আগে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। যেই একই ছবি প্রকাশ করতে দেখা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদকেও।

মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তার ফেসবুক প্রোফাইলে পরিবর্তন এনেছেন। ‘ন্যায়বিচার বিলম্বিত, ন্যায়বিচার অস্বীকার করা’ ক্যাপশনে লাল রঙের একটি ছবি প্রকাশ করেছেন। 

দেশের আরেক জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের ব্যানারে ‘ফুলগুলো সব লাল হলো ক্যান?’ ক্যাপশনে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। 

অভিনেত্রী অপি করিম তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন- শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন। অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও তার প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল ছবি দিয়েছেন। এছাড়াও ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আয়মান, তার ফেসবুক প্রোফাইলে পিকচার পরিবর্তন করে লাল রঙ বেছে নিয়েছেন। 

অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ তাদের ফেসবুক প্রোফাইল লাল রঙে পরিবর্তন এনেছেন। বাদ যায়নি ‘রাফসান দ্যা ছোটভাই’সহ অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও।

এছাড়াও নির্মাতা কামার আহমাদ সাইমন, আকরাম খান, প্রযোজক সারা আফরীন, খিজির হায়াত খান, রেদওয়ান রনি, মোহম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেত্রী জাকিয়া বারী মম,  চিত্রনায়ক নিরব, নায়িকা বিপাশা কবীর, সোহেল রানা, শাহনাজ সুমি, সুনেরাহসহ আরও অনেক তারকারা তাদের ফেসবুক লাল রঙে ছেয়ে ফেলেছেন।

এনএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *