নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদিকে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছেন কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়করা।
নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদিকে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছেন কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়করা।
দুপুর ২টা ২৩ মিনিটের দিকে তারা বিমানবন্দরে পৌঁছান।
এদিকে, ব্যানার এবং ফুল নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারাও বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন। ব্যানারে তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন কথা লেখা রয়েছে। এছাড়া ভিআইপি গেটের সামনে দাঁড়িয়েছেন বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের নেতাকর্মীরা।
অপরদিকে, পুরো এলাকা জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছেন এজিবি সদস্যরা। কড়াকড়ি আরোপ করা হয়েছে ভেতরে প্রবেশের ক্ষেত্রেও।
আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে অনুযায়ী রাতেই ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন।
তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি তারা পরে দায়িত্ব নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
আরএইচটি/জেডএস