ট্রাভেল পাস পেলেন সালাহউদ্দিন, কবে ফিরবেন জানে না বিএনপি

ট্রাভেল পাস পেলেন সালাহউদ্দিন, কবে ফিরবেন জানে না বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। তবে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে কোনও তথ্য জানা নেই বিএনপির।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। তবে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে কোনও তথ্য জানা নেই বিএনপির।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে। এটুকু জানি, তবে কোন দিন তিনি দেশে আসবেন বলতে পারছি না।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন। ওই বছরের ১১ মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। ২০১৮ সালের ২৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে সালাহউদ্দিনকে খালাস দেন ভারতের একটি আদালত। তবে আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাহউদ্দিনের দেশে ফেরা।

প্রায় সাত বছর বিচার চলার পর গত বছরের ২৮ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হয়। তিনি বেকসুর খালাস পান। কিন্তু পাসপোর্ট না থাকায় সালাহউদ্দিন দেশে ফিরতে পারছিলেন না। পরে ট্রাভেল পারমিটের জন্য গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন। ট্রাভেল পাসও পান তিনি। তবে তার আর দেশে ফেরা হয়নি। তিনি প্রায় ৯ বছর ভারতে অবস্থান করছেন।

সালাহউদ্দিন আহমদ ১৯৯১ সালে বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। ২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন। তাকে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী করা হয়েছিল। মেঘালয়ে যখন আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে।

এনআই/পিএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *