জলপাইগুড়ি সীমান্তে ১২০০ বাংলাদেশি আটক

জলপাইগুড়ি সীমান্তে ১২০০ বাংলাদেশি আটক

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ২০০ বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বাংলাদেশের পঞ্চগর জেলা লাগোয়া ভারতের জলপাইগুড়ির সীমান্ত থেকে বাংলাদেশিদের আটক করেছে ভারতীয় ওই সীমান্তরক্ষী বাহিনী।

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ২০০ বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বাংলাদেশের পঞ্চগর জেলা লাগোয়া ভারতের জলপাইগুড়ির সীমান্ত থেকে বাংলাদেশিদের আটক করেছে ভারতীয় ওই সীমান্তরক্ষী বাহিনী।

দেশটির সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে বলেছে, জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছেন হাজার হাজার বাংলাদেশি। সেখান থেকে প্রায় ১ হাজার ২০০ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

‘‘কাঁটাতার না থাকায় চিলডাঙা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করছিলেন বাংলাদেশিরা। সীমান্ত পার হওয়ার আগেই অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ। অনুপ্রবেশ রুখতে গ্রামে গ্রামে গিয়ে সতর্ক করছে বিএসএফ।’’

বিএসএফের ৯২ ব্যাটালিয়নের কমান্ডার স্থানীয় ভারতীয় গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেছেন। এসময় বাংলাদেশিদের অনুপ্রবেশের বিষয়ে তাদের সতর্ক করে দিয়েছেন তিনি। সীমান্তের সবদিকে নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন। এলাকায় নতুন কাউকে দেখা গেলে তার সঙ্গে স্থানীয়দের কথা বলার পরামর্শ দেন তিনি; যাতে অনুপ্রবেশকারীদের চেনা যায়।

সূত্র: এবিপি আনন্দ।

এসএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *